- Home
- President Message
সিংবাহুড়া গার্লস একাডেমি একটি ঐতিহ্যবাহী সুপরিচিত নারী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাক্ষেত্রে সকলের সমান সুযোগ ও বৈষম্য দূরীকরনে নারী শিক্ষার গুরুত্বকে অনুধাবন এবং প্রাধান্য দিয়ে এলাকাবাসীর উদ্যোগে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। “পড়, তোমার প্রভূর নামে” পবিত্র কুরআনের বানীকে “মূলমন্ত্র” ধারণ করে একটি আধুনিক, যুগোপযোগি তথ্য ও প্রযুক্তির সমন্বয়ে নারী শিক্ষার মানকে এগিয়ে নেওয়াই এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য। বিদ্যালয়ে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধূলা ইত্যাদি সকল বিষয় সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং উত্তরোত্তর যাতে আরো উন্নতি করতে পারে তার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহযোগিতা অব্যাহত আছে। অত্র বিদ্যালয়টি প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষকমন্ডলী এবং অভিজ্ঞ পরিচালনা পর্ষদ এর তত্ত্বাবধানে সূচারুরূপে পরিচালিত হচ্ছে। এলাকার অভিভাবক, শিক্ষানুরাগী, সমাজ সেবক ও বিশিষ্ট গুণীজন তথা সর্বস্তরের জনগণের কাছ থেকে বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতির জন্য সুচিন্তিত মতামত ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
সভাপতি
সিংবাহুড়া গার্লস একাডেমী
চাটখিল নোয়াখালী